Ajker Patrika

তাড়াইলে শিক্ষকসংকটে প্রাথমিক শিক্ষা ব্যাহত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৩: ১৩
Thumbnail image

কিশোরগঞ্জের তাড়াইলে ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৪৫টি পদ শূন্য। শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, শিক্ষকসংকটে দীর্ঘদিন উপজেলায় প্রাথমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ না দিলে এ সংকট আরও তীব্র হবে।

জানা গেছে, উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টিতে প্রধান শিক্ষক নেই দীর্ঘদিন। সহকারী শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। তা ছাড়া ৭০টি বিদ্যালয়ে মোট ৩২৩টি সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ২৬টিই শূন্য। চলতি বছর অবসরে যাবেন বেশ কয়েকজন শিক্ষক। তখন শিক্ষকসংকট আরও বাড়বে।

উপজেলার ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এবং সহকারী শিক্ষকের সাতটি পদের পাঁচটিই শূন্য। ফলে দুজন সহকারী শিক্ষক দিয়েই চলছে বিদ্যালয়টি। অন্যদিকে রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের চারটি পদ থাকলেও আছেন দুজন।

নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, শিক্ষকের অভাবে স্কুলের কার্যক্রম চলছে না চলার মতো। কারণ প্রধান শিক্ষক না থাকলে একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। এতে ওই সহকারী শিক্ষক নিজেও পাঠদানে সময় দিতে পারেন কম। তা ছাড়া দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। এমনিতেই শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের ক্ষতি আরও বাড়বে।

জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, ‘শূন্য পদের একটা তালিকা করে গত ডিসেম্বর মাসে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তা ছাড়া ১৫টি বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন বছরে করোনা মহামারির জন্য বিদ্যালয় বন্ধ আছে। যত দিন সরকার নতুন নিয়োগ না দিচ্ছে, তত দিন আমাদের একটু বাড়তি ক্লাস নিয়ে চালাতে হবে। তা ছাড়া এ বছর কয়েকজন শিক্ষক অবসরে যাবেন। ফলে শূন্য পদের সংখ্যা আরও বেড়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত