Ajker Patrika

আরণ্যকের ৫০মঞ্চে এল রাজনেত্র

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৮: ৪২
Thumbnail image

অনেক বছর আগের কথা। এক রাজ্যের এক রাজা—যিনি বিত্তবৈভব, ভোগবিলাসে আর প্রজাশাসনের ঘেরাটোপে ছিলেন বন্দী। নিজের রাজ্য আর রাজ্যের মানুষকে তিনি দেখেন ভিন্ন চোখে। এই দেখায় থাকে আকাশপাতাল পার্থক্য। আসলে রাজা ঠিক এভাবে দেখেন না বরং তাকে দেখানো হয় রাজসভার সভাসদগণের উপনেত্রে। রাজার চোখে যেন পরিয়ে দেওয়া হয় রঙিন এক চশমা ‘রাজনেত্র’, সেই চশমায় সভাসদগণ যেমনটা দেখান, তেমনটাই দেখেন রাজা।

একপর্যায়ে এই শৃঙ্খল ভাঙতে চান রাজা। নিজের রাজ্য আর প্রজাদের তিনি দেখতে চান নিজ নেত্রে, খোলা চোখে। রাজার এমন ইচ্ছায় বাদ সাধেন সভাসদগণ। তাদের অভিমত, এটা একেবারেই সমুচিত কাজ হবে না। রাজাকে সাবধান করে দিয়ে তাঁরা মত দেন, এভাবে দেখলে রাজা রাজ্যহারা হতে পারেন। নিরাপত্তার অজুহাতে রাজাকে প্রাসাদের বাইরে যেতে দেওয়া হয় না। কার্যত গৃহবন্দী হয়ে পড়েন রাজা।

এমনি এক গল্প নিয়ে আরণ্যক নাট্যদল মঞ্চে এনেছে নতুন প্রযোজনা ‘রাজনেত্র’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন হারুন রশীদ। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

নির্দেশক হারুন রশীদ জানিয়েছেন, আরণ্যক নাট্যদলের অন্যান্য নাটকের মতো এ নাটকেও সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ৪০ জন মঞ্চকর্মী পারফর্ম করেছেন এই নাটকে। বেশ বড় পরিসরে আয়োজন সাজানো হয়েছে।

আরণ্যক নাট্যদলের প্রধান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ জানান, এ বছর আরণ্যক তাদের প্রতিষ্ঠার ৫০ বছর পার করছে। এ উপলক্ষে দলটি বছরব্যাপী নানা কার্যক্রম হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে মঞ্চে আনল নতুন নাটক ‘রাজনেত্র’। নাটকটির মহড়া শুরু হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। প্রায় পাঁচ মাসেরও অধিক সময়ের মহড়া শেষে মঞ্চে এল নাটকটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত