Ajker Patrika

অ্যাডিলেড মনে পড়ে রুবেলের

বোরহান জাবেদ, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৫: ৫৬
অ্যাডিলেড মনে পড়ে রুবেলের

অ্যাডিলেড ওভাল, রুবেল হোসেন, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ—টুকরো টুকরো কিছু ছবি নিশ্চয়ই কল্পনায় দোলা দিয়ে যাচ্ছে। সবচেয়ে উজ্জ্বল ছবি বোধ হয় জিমি অ্যান্ডারসনের স্টাম্পে লাল বাতি জ্বালিয়ে রুবেলের সেই ভোঁ-দৌড়। সেই অ্যাডিলেড ওভাল, যেখানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আইকনিক মুহূর্ত উপহার দিয়েছিলেন রুবেল।

আরেকবার অ্যাডিলেড ওভালে, আরেকটি বিশ্বকাপ—অবধারিতভাবে রুবেলের নামটাই তো মানসপটে ভেসে ওঠার কথা। আগামীকাল এই মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন খেলতে নামবে, স্মৃতিতে রুবেলের সেই দুর্দান্ত স্পেলের কথা মনে পড়বেই। এবার প্রতিপক্ষ ও সংস্করণ ভিন্ন হলেও প্রত্যাশা আগের মতোই—জয়। সেবার ইংলিশদের কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে জয় উজ্জ্বল করবে সেমিফাইনালে খেলার স্বপ্ন। হারলে যে স্বপ্ন নিভে যাবে, তা নয়। তবে হিসাব কঠিন হয়ে যাবে।

অ্যাডিলেড ওভালে আরেকটি পরীক্ষা রুবেল দেখবেন দূর থেকেই। সতীর্থদের জন্য শুভকামনা জানিয়েই টিভিতে চোখ রাখবেন।অ্যাডিলেড নিয়ে জানতে চাইলে গতকাল আজকের পত্রিকার কাছে স্মৃতির দরজা খুলে দিলেন রুবেল, ‘অ্যাডিলেডে আমাদের দারুণ স্মৃতি আছে। ক্যারিয়ারের সেরা বোলিংটা অ্যাডিলেডেই করেছি।  এখনকার দলে কয়েকজন আছে, যারা অ্যাডিলেডে ২০১৫ বিশ্বকাপের ম্যাচে ছিল। অ্যাডিলেডের ওই সব স্মৃতি নিশ্চয়ই এখনকার দলকে অনুপ্রাণিত করবে। যারা ওই সময় দলে ছিল তারা এই ভালো স্মৃতি নিশ্চয়ই দলের সঙ্গে ভাগাভাগি করবে। এটা আমাদের মানসিকভাবে চাঙা করবে।’

বিশ্বকাপের আগের তিন ম্যাচের ভেন্যু হোবার্ট, সিডনি ও ব্রিসবেনে প্রথম খেলার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। সে হিসেবে অ্যাডিলেড কিছুটা হলেও চেনা সাকিবদের। সেই ম্যাচে একাদশে থাকা তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও সৌম্য সরকার আছে এবারের দলে। একসময়ের বোলিং পার্টনার হিসেবে তাসকিনের সঙ্গে সখ্য একটু বেশি। সুপার টুয়েলভে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন।

দলে বাকি পেসারদের নিয়েও বেশ খুশি রুবেল, ‘তাসকিন খুবই ভালো করছে, ওর অ্যাডিলেডে ভালো স্মৃতি আছে। ভারতের সঙ্গেও সে ভালো করবে, ইনশা আল্লাহ। আমাদের তিনজন পেসারই ভালো করছে। হাসান খুবই সম্ভাবনাময় একটা ছেলে। ও আমার খুব পছন্দের বোলার। তার রানআপ, অ্যাকশন আমার কাছে ভালো লাগে। ও নিজেও এটা জানে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত