Ajker Patrika

রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজনের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১১: ৫৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজনের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় আব্দুল আজিজ মিয়ার বাড়ির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তাঁদের মৃত্যু হন।

নিহতরা হলেন ওই বাড়ির দারোয়ান রাজু (৪০) ও শ্রমিক হানিফ (২৭)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক জুলফিকার আলী বলেন, ‘বিকেলে ওই বাড়ির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে আসেন শ্রমিক হানিফ। রিজার্ভ ট্যাংকটি অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল। ট্যাংকের ঢাকনা খুলতেই ভেতরে জমে থাকা গ্যাসের গন্ধে অজ্ঞান হয়ে ট্যাংকের ভেতর পড়ে যান শ্রমিক হানিফ। পরে তাঁকে উদ্ধার করতে যায় পাশে থাকা ওই বাড়ির দারোয়ান সাজু। পরে তিনিও গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে ট্যাংকের ভেতর পরে যায়। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, লাশ দুটির সুরতহাল করা হয়েছে। পরিবারের লোকজন আসলে লাশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ