Ajker Patrika

৩ দিনে ‘সখী রঙ্গমালা’র ৫ প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ছয় বছর পরে এ বছর জানুয়ারিতে মঞ্চে আসে বটতলার নতুন নাটক ‘সখী রঙ্গমালা’। নাটকটি মঞ্চে আসে নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায়। ২৪ জানুয়ারি প্রথম প্রদর্শনী হয়। আগামী ২ নভেম্বর থেকে টানা তিন দিনে পাঁচটি প্রদর্শনী হবে নাটকটির।

বটতলা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। ৩ ও ৪ নভেম্বর থাকছে দুটি করে প্রদর্শনী। একটি বিকেল সাড়ে ৪টায়, অন্যটি সন্ধ্যা ৭টায়। এই পাঁচটি প্রদর্শনী শিক্ষার্থীরা অর্ধেক দামে টিকিট কিনে দেখতে পারবেন।
সখী রঙ্গমালা বটতলার ১৭তম প্রযোজনা। শাহীন আখতারের একই নামের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। বটতলা সূত্র জানিয়েছে, নাটকে সব সময় মানুষের এবং সর্ব প্রাণের অধিকারের কথা বলে তারা। বটতলা বিশ্বাস করে ভালোবাসাই বেঁচে থাকার শক্তি। সে ভালোবাসা মানুষে-মানুষে, মানুষে-প্রকৃতিতে। ভালোবাসা বা প্রেমের কোনো গণ্ডি নেই, একে বাঁধা যায় না কোনো বিশেষ ছকে।

তথাকথিত শত্রুর জন্যও যে মন ব্যাকুল হয়, তাকেও যে আঁকড়ে ধরে গোটা জীবন পার করা যায়, হিংসা নয় বরং ভালোবাসাই মুক্তি আনে—এমন এক দর্শন নিয়ে নারী-পুরুষের বা ক্ষমতার রাজনীতির বাইরে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে ‘সখী রঙ্গমালা’ নাটকটি তেমনই এক আভাস দেবে দর্শকের মনে।

চলতি বছরের শুরুতে পাঁচটি দলের পাঁচটি নতুন নাটক মঞ্চায়নের জন্য প্রণোদনা দেয় নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন। ‘আলী যাকের নতুনের উৎসব’ শিরোনামে ছয় দিনের সেই নাট্যোৎসবে অংশ নেয় ‘সখী রঙ্গমালা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত