Ajker Patrika

তিন শিক্ষকের পিএইচডি ডিগ্রি লাভ

প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০৩
তিন শিক্ষকের পিএইচডি ডিগ্রি লাভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের তিনজন সহকারী অধ্যাপক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তাঁরা একই বিভাগের তিনজন শিক্ষকের অধীনে তাঁদের গবেষণা কাজ শেষ করেন। বিশ্ববিদ্যালয়ের ৫৩৪তম সিন্ডিকেটে তাঁদের এ ডিগ্রি অনুমোদিত হয়। এই তিন সহকারী অধ্যাপক হলেন মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, মুহাম্মদ জুনাইদুল ইসলাম ও মুফতি হুমায়ুন কবির।

এঁদের মধ্যে মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী ‘আব্দুর রহমান পাশা ও তাঁর সাহিত্যভাবনা’ শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

মুহাম্মদ জুনাইদুল ইসলাম ‘ইবনুর রুমীর জীবনী ও আরবি কাব্যে তার দৃষ্টিভঙ্গি’ শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

মুফতি হুমায়ুন কবির পিএইচডি ডিগ্রি পান ‘ইসলামি শরিয়ার আলোকে আধুনিক লেনদেন’ শিরোনামে গবেষণা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ