Ajker Patrika

শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১: ৫৭
শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মাদারীপুরের রাজৈর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর আলম মাতুব্বরের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। সহকারী প্রধান শিক্ষক প্রোলোভন একাধিকবার অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন এক গৃহবধূর স্বামী। বিষয়টি ধাপাচাপা দিতে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। ন্যায় বিচার পেতে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূর স্বামী।

এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর জন্য চিঠি দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর ধরে পরিবার নিয়ে উপজেলার বেপারীপাড়ায় ভাড়া থাকেন ওই গৃহবধূ। পাশে ভাড়া থাকতেন ওই শিক্ষক। গৃহবধূর স্বামী চাকরির সুবাদে বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে স্কুলে ভর্তির কথা বলেন ওই শিক্ষক। শুরু করেন পড়ানো। পরে অনৈতিক প্রস্তাব দেন। রাজি না হওয়ায় ওই গৃহবধূকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখান। একপর্যায়ে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করেন। এ ঘটনা ওই গৃহবধূ শিক্ষকের স্ত্রীকে জানান। শিক্ষকের স্ত্রী ওই গৃহবধূকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে গৃহবধূ তাঁর স্বামীকে ঘটনাটি জানালে স্বামী শিক্ষকের কাছে বিষয়টি জানতে চান। তখন ওই শিক্ষক প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিদর্শকসহ জেলা এবং উপজেলার বিভিন্ন সরকারি অফিস অফিসে লিখিত অভিযোগ দেন গৃহবধূর স্বামী।

রাজৈর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর আলম মাতুব্বর বলেন, ‘বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’

মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুবল চন্দ্র দাস বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে। দোষী হলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) সঞ্জয় কুমার ঘোষ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত