আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলা শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজে ছয়জনের শিক্ষক নিবন্ধন সনদ নিয়ে বিতর্ক ওঠার কয়েক মাস পর এবার জানা গেল, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম টুকুর শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি পাস সনদটি ‘জাল’। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে জল্পনাকল্পনা।
জানা গেছে, ডিগ্রি পর্যায়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে গেলে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস হতে হবে। চলতি বছরের মে মাসে মজিদা আদর্শ ডিগ্রি কলেজের দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদ গঠিত হয়। এতে সভাপতি হন সিরাজুল ইসলাম টুকু। এরপরই তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়। পরে এ নিয়ে একাধিক শিক্ষার্থী জেলা প্রশাসক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর লিখিত অভিযোগ করেন।
কলেজ সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হতে টুকু নিজেকে ডিগ্রি পাস দাবি করে ১৯৭৫ সালের বিএসসি পাসের একটি সনদ দাখিল করেন। কিন্তু অভিযোগকারীরা বলছেন, ওই সনদ জাল। টুকু ১৯৭৫ সালে কুড়িগ্রাম কলেজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিকম পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। ওই সময় কুড়িগ্রাম কলেজ সরকারি ঘোষণা হয়নি। অথচ তাঁর সনদে ‘কুড়িগ্রাম সরকারি কলেজ’ থেকে বিএসসি পাস করেছেন লেখা রয়েছে।
এদিকে নিজেকে বিএসসি উত্তীর্ণ দাবি করেছেন সভাপতি সিরাজুল ইসলাম টুকু। তিনি বলেন, ‘সনদ সঠিক আছে।’
এর আগে মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ছয়জনের শিক্ষক নিবন্ধন সদনের সত্যতা নিয়ে অভিযোগ রয়েছে। এর মধ্যে এক শিক্ষক চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। বাকি পাঁচ শিক্ষকের মধ্যে দুই শিক্ষক এমপিওভুক্ত। অপর তিন শিক্ষক অনার্স পর্যায়ে চাকরিরত এবং কলেজের অভ্যন্তরীণ আয় থেকে নিয়মিত মাসিক সম্মানী পান।
কুড়িগ্রাম জেলা শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজে ছয়জনের শিক্ষক নিবন্ধন সনদ নিয়ে বিতর্ক ওঠার কয়েক মাস পর এবার জানা গেল, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম টুকুর শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি পাস সনদটি ‘জাল’। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে জল্পনাকল্পনা।
জানা গেছে, ডিগ্রি পর্যায়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে গেলে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস হতে হবে। চলতি বছরের মে মাসে মজিদা আদর্শ ডিগ্রি কলেজের দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদ গঠিত হয়। এতে সভাপতি হন সিরাজুল ইসলাম টুকু। এরপরই তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়। পরে এ নিয়ে একাধিক শিক্ষার্থী জেলা প্রশাসক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর লিখিত অভিযোগ করেন।
কলেজ সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হতে টুকু নিজেকে ডিগ্রি পাস দাবি করে ১৯৭৫ সালের বিএসসি পাসের একটি সনদ দাখিল করেন। কিন্তু অভিযোগকারীরা বলছেন, ওই সনদ জাল। টুকু ১৯৭৫ সালে কুড়িগ্রাম কলেজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিকম পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। ওই সময় কুড়িগ্রাম কলেজ সরকারি ঘোষণা হয়নি। অথচ তাঁর সনদে ‘কুড়িগ্রাম সরকারি কলেজ’ থেকে বিএসসি পাস করেছেন লেখা রয়েছে।
এদিকে নিজেকে বিএসসি উত্তীর্ণ দাবি করেছেন সভাপতি সিরাজুল ইসলাম টুকু। তিনি বলেন, ‘সনদ সঠিক আছে।’
এর আগে মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ছয়জনের শিক্ষক নিবন্ধন সদনের সত্যতা নিয়ে অভিযোগ রয়েছে। এর মধ্যে এক শিক্ষক চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। বাকি পাঁচ শিক্ষকের মধ্যে দুই শিক্ষক এমপিওভুক্ত। অপর তিন শিক্ষক অনার্স পর্যায়ে চাকরিরত এবং কলেজের অভ্যন্তরীণ আয় থেকে নিয়মিত মাসিক সম্মানী পান।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫