Ajker Patrika

মুন্সী আব্দুর রউফ

সম্পাদকীয়
মুন্সী আব্দুর রউফ

মুন্সী আব্দুর রউফ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা।

পিতার মৃত্যুর পর তিনি বেশি দূর লেখাপড়া করতে পারেননি। সংসারের হাল ধরতে অষ্টম শ্রেণিতে লেখাপড়া ছেড়ে দিয়ে ১৯৬৩ সালের ৮ মে তিনি যোগ দেন ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর)। তৎকালীন পশ্চিম পাকিস্তানে প্রশিক্ষণ শেষে তিনি কুমিল্লার রাইফেলসে যোগ দেন।

১৯৭১ সালে তিনি চট্টগ্রাম সেক্টরের অধীন ১১ নম্বর উইংয়ের ল্যান্স নায়েক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেন।

মুন্সী রউফ যুদ্ধ করেন রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাটে। এখানে তাঁদের বাহিনী পরিখায় অবস্থান নেয়। কিন্তু পাকিস্তানি বাহিনীর গোলাগুলির তীব্রতায় প্রতিরোধব্যবস্থা ভেঙে যায়। এই পর্যায়ে আব্দুর রউফ বুঝতে পারেন, এভাবে চলতে থাকলে ঘাঁটির সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তিনি তখন কৌশলগত কারণে পশ্চাদপসরণের সিদ্ধান্ত নেন। সহযোদ্ধাদের পিছু হটার সুযোগ করে দিয়ে তিনি নিজে পরিখায় দাঁড়িয়ে অনবরত গুলি করতে থাকেন পাকিস্তানি স্পিডবোটগুলো লক্ষ্য করে। পাকিস্তানিদের সাতটি স্পিডবোট একে একে ডুবিয়ে দিলে তারা তাদের দুটি লঞ্চ নিয়ে পিছু হটতে বাধ্য হয়। লঞ্চ দুটি পিছু হটলে আব্দুর রউফের মেশিনগানের গুলির আওতার বাইরে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। পাকিস্তানি বাহিনী এরপর লঞ্চ থেকে মর্টারের গোলাবর্ষণ শুরু করে। মর্টারের গোলার বিরুদ্ধে যুদ্ধ করা তাঁর একার পক্ষে সম্ভব ছিল না। তবু তিনি চেষ্টা চালিয়ে যান। হঠাৎ একটি মর্টারের গোলা তাঁর বাংকারে এসে পড়লে তিনি সেখানেই শহীদ হন। সেদিন আব্দুর রউফের আত্মত্যাগে তাঁদের কোম্পানির প্রায় ১৫০ জন মুক্তিযোদ্ধার জীবন রক্ষা পায়। ১৯৭১ সালের ২০ এপ্রিল যুদ্ধ করতে করতে শহীদ হন মুন্সী আব্দুর রউফ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়, তিনি হলেন তাঁদের অন্যতম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত