Ajker Patrika

পাইকগাছায় বীর নিবাস পাচ্ছেন ১২ জন

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬: ৪৮
পাইকগাছায় বীর নিবাস পাচ্ছেন ১২ জন

পাইকগাছার ১২ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বীর নিবাস দিচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। গত সোমবার উপজেলার চাঁদখালীর ধামরাইলে বীর নিবাসের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প হচ্ছে এই বীর নিবাস। মহান স্বাধীনতা অর্জনে অগ্রগামী ভূমিকা রয়েছে; অথচ তাদের মাথা গোঁজার নেই এমন ব্যক্তির জন্যই মুজিব বর্ষের ঘর নির্মাণ `বীর নিবাস’।

বীর নিবাস প্রকল্পের সদস্যসচিব প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, সরকার সারা দেশে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধানের ঘোষণা অনুযায়ী পাইকগাছার ৩০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার নাম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যাচাই বাছাই করে ১২ জন মুক্তিযোদ্ধাকে বীর নিবাসের তালিকায় আনেন। বীর নিবাসের জন্য চূড়ান্ত মুক্তিযোদ্ধারা হলেন বীর মুক্তিযোদ্ধা শেখ তোকারাম হোসেন, সরদার আব্দুল মাজেদ, শেখ আব্দুল ওয়াদুদ, নিরাপদ নন্দী, আকবর আলী মোল্লা, মো. আব্দুল আজিজ, মো. আব্দুল গফুর গোলদার, ইরফান আলী সরদার, মো. আবুল কাশেম মোড়ল, খয়বার আলীর স্ত্রী হাসিনা বেগম এবং সুবল চন্দ্র মন্ডলের স্ত্রী কুমুদিনী।

১২ বীর নিবাস নির্মাণে খরচ ধরা হয়েছে ১ কোটি ৬১ লক্ষ ২৩ হাজার ৩১৬ টাক। প্রতিটি বীর নিবাসে দুটি বেডরুম, একটি ডাইনিং, দুটি টয়লেট ও একটি কিচেন থাকছে। গত ১০ অক্টোবর এ কাজের টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে লটারি মাধ্যমে গত ২১ অক্টোবর আবির এন্টার প্রাইজ এ কাজটি পান। পরে গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার চাঁদখালীর ধামরাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি আরও বলেন, খুব তাড়াতাড়ি ১২ মুক্তিযোদ্ধার হাতে বীর নিবাস তুলে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত