Ajker Patrika

দেড় কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৩: ৫৬
Thumbnail image

নওগাঁর মান্দায় স্থানীয়দের ধারণ করা ভিডিওর সূত্র ধরে দেড় কোটি টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মহানগর গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কালিসফা গ্রামের তারেকুর রহমান (৪৫), মহানগর গ্রামের শামসুজ্জামান (৪০), সাদিকুল ইসলাম (৩০) ও মোসলেম উদ্দিন (৪৫)।

পুলিশ বলছে, উদ্ধার হওয়া মূর্তিটি মূল্যবান পাথরের বিষ্ণুমূর্তি। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা বিষ্ণুমূর্তিটি পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। এ নিয়ে পুলিশের সঙ্গে ছলচাতুরীও করেছেন তাঁরা।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রামে একটি পুরোনো পুকুর পুনঃখননের জন্য পুকুরমালিক নিশারুল ইসলামের সঙ্গে চুক্তিবদ্ধ হন কালিসফা গ্রামের তারেকুর রহমান ও সাহাপুর গ্রামের আব্দুল ওহাব হীরা। ওই পুকুর থেকে মাটি কেটে সরিয়ে নেওয়ার সময় গত ৯ এপ্রিল দুপুরে খননযন্ত্রের মাধ্যমে একটি মূর্তি উঠে আসে। পরে মূর্তিটি একটি চটের বস্তায় ভরে মোটরসাইকেলযোগে সটকে পড়েন জড়িতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পুকুর থেকে মূর্তি বের হওয়ার সংবাদে এলাকাজুড়ে হইচই পড়ে যায়। খবর পেয়ে পুলিশও মূর্তিটি উদ্ধারে ঘটনাস্থলে যায়। কিন্তু জড়িতরা মূর্তির পরিবর্তে একটি শিলপাটা পুলিশকে বুঝিয়ে দেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মহানগর গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত