Ajker Patrika

জাল সনদে চাকরি, ৩ শিক্ষকের নামে মামলা

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ২৯
জাল সনদে চাকরি, ৩ শিক্ষকের নামে মামলা

মিঠাপুকুরে এক মাদ্রাসার তিন শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাঁদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে।

অভিযুক্তরা উপজেলার ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর মোল্লাপাড়া আমিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। তাঁরা হলেন এ বি এম ওসমান গনি, নুরুন নাহার ও মাসুমা বেগম।

সূত্র জানায়, ভুয়া সনদ দিয়ে চাকরি করার অভিযোগ পেয়ে মাদ্রাসাটির পাঁচ শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ যাচাই-বাছাই করে এনটিআরসিএ। সেখানে তিনজনের সনদ জাল প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা করার জন্য প্রতিষ্ঠানের সুপারকে পত্র দেওয়া হয়েছে। পত্রটি এনটিআরসিএর ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এনটিআরসিএর পত্রে বলা হয়েছে, ফরিদপুর মোল্লাপাড়া আমিনিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক এ বি এম ওসমান গনির জমা দেওয়া শিক্ষক নিবন্ধন সনদটি কুষ্টিয়া জেলার নাজমা খাতুন নামে একজন শিক্ষকের।

এ ছাড়া জুনিয়র মৌলভি শিক্ষক হিসেবে কর্মরত নুরুন নাহারের জমাকৃত শিক্ষক নিবন্ধন সনদটি লালমনিরহাট জেলার মাহফুজা বেগম নামে একজন শিক্ষকের এবং কম্পিউটার শিক্ষক হিসেবে চাকরি করা মাসুমা বেগমের শিক্ষক নিবন্ধন সনদটি জাকির হোসেন নামে একজন শিক্ষকের।

এই তিন শিক্ষক অন্যের শিক্ষক নিবন্ধন সনদের নম্বর দিয়ে জাল সনদ তৈরি করে চাকরি করছেন বলে অভিযোগ রয়েছে।

এনটিআরসিএর পত্রে বলা হয়েছে, জালিয়াতির আশ্রয় নেওয়া তিন শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করে এনটিআরসিএকে জানাতে হবে।

এ বিষয়ে জানার জন্য গতকাল বৃহস্পতিবার ফরিদপুর মোল্লাপাড়া আমিনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ইসমোতারা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে বলেন, তিনি এই প্রতিষ্ঠানে সবেমাত্র যোগদান করেছেন। জাল সনদ সম্পর্কে এখানে এখনো কোনো চিঠিপত্র পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, তাঁরা তিন শিক্ষকের সনদ জাল বলে শুনেছেন কিন্তু এনটিআরসিএ থেকে তাঁদের কোনো চিঠিপত্র দেওয়া হয়নি।

এদিকে উপজেলা শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, মিঠাপুকুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষকের নিবন্ধন সনদ নিয়ে সন্দেহ রয়েছে। সনদগুলো যাচাই-বাছাই করার জন্য জেলা শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত