Ajker Patrika

করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ১৭
করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

পীরগঞ্জে করোনাকালে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান এই সহায়তা বিতরণ করেন।

দাতা সংস্থা এশিয়া সিএমএস ও সিসিডিবির জরুরি সহায়তা প্রকল্পের আওতায় সিসিডিবির দিনাজপুরের দাউদপুর এরিয়া অফিসের মাধ্যমে উপজেলা পরিষদ হলরুমে এ সহায়তা দেওয়া হয়।

উপজেলার ৭০টি পরিবারের প্রতিটিকে সাড়ে ৪ হাজার টাকা এবং সুরক্ষাসামগ্রী হিসেবে চারটি সাবান, আধা কেজি গুঁড়া সাবান, ৫০টি মাস্ক ও চারটি করে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। বিধবা, বয়স্ক, দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তাদের প্রাধান্য দিয়ে এই সাহায্য দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. মাহফুজা বেগম, সিসিডির এরিয়া ম্যানেজার হরি সাধন রায়, কো-অর্ডিনেটর দেবাশীষ দে, সিনিয়র প্রোগ্রাম অফিসার আর্নেস্ট জয়, অ্যাডমিন অফিসার মার্টিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত