Ajker Patrika

ডিসিকে বিএনপির স্মারকলিপি

চুয়াডাঙ্গা ও ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৬: ৪১
ডিসিকে বিএনপির স্মারকলিপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছেন দলটির নেতারা। জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে গতকাল বুধবার বেলা ১১টায় এ স্মারকলিপি প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদান শেষে জেলা বিএনপির সদস্যসচিব শরিফুজ্জামান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো খুবই জরুরি। সরকারের কাছে দাবি দ্রুত তাঁকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক।

এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আবদুল জব্বার সোনা, সাবেক সদস্য ও মহিলা দলের নেত্রী রউফউর নাহার রীনা, নজরুল ইসলাম নজু, দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলেট, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দাবিতে ফরিদপুরেও দলটির নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসক অতুল সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছা, জুলফিকার হোসেন জুয়েল, আফজাল হোসেন খান পলাশ, যুবদল নেতা রাজিব হোসেন, বেনজির আহমেদ তাবরিজসহ অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত