Ajker Patrika

আগাম প্রচারে সরব সম্ভাব্য প্রার্থীরা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ১২
আগাম প্রচারে সরব সম্ভাব্য প্রার্থীরা

দোয়ারাবাজার উপজেলা পরিষদে চেয়ারম্যান শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে তফসিল ঘোষণার আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে চালাচ্ছেন আগাম প্রচার। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচারে সরব রয়েছেন প্রায় এক ডজন প্রার্থী।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচারণা চালাচ্ছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চাঁন মিয়া, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (একাংশ) ফরিদ আহমদ তারেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক, আমিরুল হক, মোহাম্মদ আব্দুল আজাদ রুমান, ছাইদুর রহমান তালুকদার, দেওয়ান তানভীর আশরাফী বাবু, সফিকুল ইসলাম বাবুল, সফিকুল ইসলাম সফিক ও মোহাম্মদ রুহুল কুদ্দুস তিলক।

এদিকে বিরোধী দল বিএনপি-সমর্থিত নেতাদের মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন শাহজাহান, আব্দুল বারী।

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন আবু সালেহ, মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী ও নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চাঁন মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে। মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব।’

জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও দোয়ারাবাজার সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল বারী বলেন, ‘এই নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ করা হবে কি না, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আবার স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করলেও কোনো বাধানিষেধ নেই। দলীয়ভাবে না হলে স্বতন্ত্রভাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব।’

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত পার্টি যাঁকে মনোনয়ন দেবে, আমরা তাঁর পক্ষে কাজ করব।’

তফসিল সূত্রে জানা যায়, ৩ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি। আপিল দাখিলের শেষ তারিখ ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রের কার্যক্রম শেষে হলে প্রতীক বরাদ্দ হবে ১৪ জানুয়ারি। ভোট গ্রহণ ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

২০১৯ সালের ১০ মার্চ দোয়ারাবাজার উপজেলা পরিষদের নির্বাচন হয়। সেই নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম চেয়ারম্যান নির্বাচিত হন। চলতি বছরের গত ৩০ সেপ্টেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রহিম করোনায় মৃত্যুবরণ করেন। এরপর থেকে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত