Ajker Patrika

কালিয়া মুক্ত দিবস আজ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৭
কালিয়া মুক্ত দিবস আজ

আজ ৯ ডিসেম্বর নড়াইলের কালিয়া হানাদার মুক্ত হয়েছিল। দুই দিনের একটানা সম্মুখযুদ্ধের পর এই দিন সকালে পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণের মধ্য দিয়ে কালিয়াকে হানাদার মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদের নেতৃত্বে ৭ ডিসেম্বর ভোরে কালিয়া সদরে অবস্থিত পাকিস্তানি হানাদারদের শক্ত ঘাঁটিতে আক্রমণ চালায়। শুরু হয় তুমুল যুদ্ধ। একটানা ২ দিন সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদাররা ৯ ডিসেম্বর সকাল ৮টার দিকে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ কর। ওই যুদ্ধে ৩ জন বীর মুক্তিযুদ্ধ শহীদ হন। তাঁরা হলেন উপজেলার নোয়াগ্রামের মো. আবুবকর, বাঐসোনা গ্রামের আকমান হোসেন ও কান্দুরী গ্রামের ছাদেক হোসেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম জানান, অকুতোভয় মুক্তিযোদ্ধারা ৮ ডিসেম্বর সন্ধ্যায় গেরিলা হামলা শুরু করে। তুমুল হামলার মুখে টিকতে না পেরে ১০০ জন রাজাকারসহ ৩৫ জন পাক হানাদার মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। দিবসটি পালন উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধারা আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত