Ajker Patrika

ধূমপায়ীর হারে বিশ্বে অষ্টম বাংলাদেশ: জরিপ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৯: ৪৫
Thumbnail image

বিশ্বে ধূমপায়ী জনসংখ্যার হারের দিক থেকে বাংলাদেশ অষ্টম অবস্থানে রয়েছে। দেশের ৩৯ দশমিক ১০ শতাংশ জনগোষ্ঠীই ধূমপায়ী বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। এর মধ্যে ১৭ দশমিক ৭০ শতাংশ নারী। সম্প্রতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর পরিসংখ্যান অনুযায়ী ধূমপায়ী জনগোষ্ঠীর তালিকায় শীর্ষে বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ নাউরু। দেশটির ৫২ দশমিক ১০ শতাংশ মানুষ ধূমপায়ী। ধূমপায়ী জনগোষ্ঠীর হারে নাউরুর পরই রয়েছে কিরিবাতি (৫২ শতাংশ)। ৪৮ দশমিক ৭০ শতাংশ ধূমপায়ী নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টুভ্যালু।

বাংলাদেশের আগে থাকা দেশগুলো হলো যথাক্রমে মিয়ানমার (৪৫ দশমিক ৫০ শতাংশ), চিলি (৪৪ দশমিক ৭০ শতাংশ), লেবানন (৪২ দশমিক ৬০ শতাংশ) এবং সার্বিয়া (৪০ দশমিক ৬০ শতাংশ)।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পুরুষের মধ্যে ধূমপায়ীর হার অনেক বেশি। সে তুলনায় নারীদের মধ্যে এই হার নগণ্য। যেমন ইন্দোনেশিয়ায় পুরুষের ৭৬ দশমিক ২০ শতাংশ ধূমপায়ী, নারীদের মধ্যে এই হার ৩ দশমিক ৬০ শতাংশ। বাংলাদেশে পুরুষ ও নারীদের মধ্যে এই হার যথাক্রমে ৬০ দশমিক ৬০ ও ১৭ দশমিক ৭০ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত