Ajker Patrika

৫ কেজি ভারতীয় রুপাসহ দুজন আটক

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৯: ১১
৫ কেজি ভারতীয় রুপাসহ দুজন আটক

চোরাইপথে ভারত থেকে নিয়ে আসা পাঁচ কেজি রুপার গয়নাসহ দুই ব্যক্তিকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। গত বুধবার ভোররাতে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের আসাদুর রহমান ও কালিয়ানি গ্রামের জিয়ারুল ইসলাম জিয়া।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. মহসীন আলী জানান, চোরাইপথে ভারত থেকে রুপার একটি বড় চালান সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ভারতের তৈরি বিভিন্ন ধরনের রুপার গয়না জব্দ করা হয়। জব্দকৃত পাঁচ কেজি রুপার বাজার মূল্য ছয় লাখ ১৫ হাজার টাকা।

তিনি আরও বলেন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে চোরাইপথে নিয়ে আসা এ রুপা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিস্তল দিয়ে বাবলার পিঠে এলোপাতাড়ি গুলি করে মুহূর্তেই সটকে পড়ে মুখোশধারীরা

গভীর রাতে পিনাকীর বাড়ির সামনে আগুন জ্বেলে মোবাইল ফোনে ছবি তুলে চলে গেল দুই যুবক

নেছারাবাদে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

পাঁচ শরিয়াহ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহকের আমানত কী নিরাপদ, যা জানালেন গভর্নর

জুলাই বিপ্লবওয়ালারা ঐক্যবদ্ধভাবে নতুন সংবিধান চাইলে, সেটাই হতো: অ্যাটর্নি জেনারেল

এলাকার খবর
Loading...