Ajker Patrika

নড়াইলে কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ৩৮
নড়াইলে কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন

নড়াইল জেলা পুলিশ লাইনসে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এই পরীক্ষা হয়। পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ১৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করে নিয়োগ বোর্ড।

নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), নব্য নির্বাচিত রিক্রুট সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। ফলাফল ঘোষণার পর তিনি উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁদের দেশসেবায় আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বাগেরহাট জেলা) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কুষ্টিয়া জেলা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরওআই, রিজার্ভ অফিস নড়াইলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা এবং নতুন নিয়োগ প্রাপ্ত সব পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত