Ajker Patrika

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন পেল ইয়ুথ পুরস্কার

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৪: ১৯
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন পেল   ইয়ুথ পুরস্কার

ভাসমান বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করায় নড়াইলের ‘স্বপ্নের খোঁজে’ ফাউন্ডেশন ‘জয় বাংলা ইয়ুথ পুরস্কার’ পেয়েছে।

গত সোমবার বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে ফাউন্ডেশনের সভাপতি মির্জা গালিব সতেজের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, দেশ এবং মানুষের কল্যাণে যেসব তরুণ উদ্যোক্তা ও সংগঠন কাজ করে যাচ্ছে তাঁদের মধ্যে ৩১ সংগঠনকে বাছাই করা হয়। সেখান থেকে ১৫ সংগঠনকে বেছে নেওয়া হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য। বাকি ১৬ উদ্যোক্তা ও সংগঠনকে দেওয়া হয়েছে সনদপত্র, ল্যাপটপ ও বইপত্র। তাঁদেরই একজন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র রেদোওয়ান মুজিব সিদ্দিক।

পুরস্কার পেয়ে মির্জা গালিব সতেজ বলেন, ‘সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে শিক্ষা ও জীবনযাত্রা মানউন্নয়ন নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ আমরা এ পুরস্কার পেয়েছি। এ সাফল্য আমাদের কাজকে আরও গতিশীল করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত