Ajker Patrika

মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১২: ৩০
Thumbnail image

সাত বছরের মেয়েকে শ্বাসরোধে হত্যার পর রাজিব হোসেন নামের এক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাজিব হোসেন (৪০) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ছিলেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে কয়েক মাস আগে রাজিব হোসেন অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তিনি আগে মোটরসাইকেলে অফিসে যাওয়া-আসা করতেন। কিন্তু এ কারণে মাস পরে তিনি আর মোটরসাইকেল চালাতেন না। গতকাল সকালে তাঁর মেয়ে রাকা খাতুন ঘুমাচ্ছিল। আর তাঁর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় রাজিব বসতঘরের দরজা বন্ধ করে গামছা দিয়ে শ্বাসরোধে তার মেয়েকে হত্যা করেন। এরপর নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। একপর্যায়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ওই ঘরের দরজা ভেঙে রাজিবের লাশটি আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। আর তাঁর মেয়ের লাশটি পড়েছিল মেঝেতে। পাশে একটি গামছা পড়েছিল।

এ বিষয়ে বিকেলে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বাবা ও মেয়ের লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। পরিবার এগিয়ে না এলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত