Ajker Patrika

নবাবগঞ্জে সম্মাননা পেলেন ৯০ জন শিক্ষক-শিক্ষার্থী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২: ১৪
Thumbnail image

দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ৯০ জন শিক্ষক-শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. শিবলী সাদিক।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা পারুল বেগম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আমির হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ী ৭৬ জন শিক্ষার্থী ও ১৪ জন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে ৬ জন শ্রেণি শিক্ষক, ৪ জন প্রধান শিক্ষক ও ৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত