Ajker Patrika

ছেলেসহ স্বতন্ত্র প্রার্থীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৩
ছেলেসহ স্বতন্ত্র প্রার্থীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিনের বিরুদ্ধে দুই ছেলেসহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিনকে তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে আহমদ মিয়া বাজারের নুরখা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন মানিক, তাঁর ছেলে ফেরদৌস হাসান মাহি ও কর্মী রেদোয়ান হোসেন। এর মধ্যে গুরুতর আহত সালাউদ্দিন মানিককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন মানিক বলেন, ‘গতকাল বিকেলে গণসংযোগের সময় নুরুল আমিনের ছেলে জুয়েল হোসেন, ভাতিজা রাসেল ইসলাম, আফছার উদ্দিন, আলাউদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তিনটি অটোরিকশা নিয়ে ওই এলাকায় প্রবেশ করে আমার গণসংযোগে বাধা ও মারধর করেন। একপর্যায়ে তাঁরা আমাদের অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে নলডগী এলাকা বেদম মারধর করে আমার বাম পা ভেঙ্গে দেন।’

তবে অভিযোগ অস্বীকার করে নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন বলেন, তাঁদের মারধর করা হয়নি। নিজেরাই এ ঘটনা ঘটিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে এ নাটক করছেন বলে তিনি দাবি করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ঘটনার খবর পেয়ে নলডগী এলাকা থেকে সালাউদ্দিন মানিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...