Ajker Patrika

‘প্রতিবন্ধীদের পরিচর্যায় উন্নতি হয় সমাজের’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ৪৮
‘প্রতিবন্ধীদের পরিচর্যায় উন্নতি হয় সমাজের’

প্রযুক্তিনির্ভর যুগে প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। তাঁদের সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যা করা গেলে তাঁরা সমাজে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে সমাজকে উন্নতির চরম শিখরে নিতে পারবেন। এই কথা ইতিমধ্যে বহু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে।’

গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন পরশের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নানা ধরনের কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছেন। প্রতিবন্ধীদের প্রতি আন্তরিকতা রেখে সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে, বিশেষ করে বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।

হাজেরা তজু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দবীর উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, এইউসিডির সভাপতি সভাপতি আফিয়া বেগম, সহসভাপতি আলী আহমেদ খান, পরশের সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক মো. সুরুত আলম, মো. ফয়সাল ইব্রাহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

আজকের রাশিফল: ছবি পোস্ট করার আগে সাতবার ভাবুন, জ্ঞানের কথা চেপে রাখুন

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ