Ajker Patrika

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) ও রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ৩১
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ও তিনটি গুলিসহ মো. জোবায়ের (২৫) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বৃহস্পতিবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার র‍্যাব–১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা জোবায়েরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম আরও বলেন, জিজ্ঞাসাবাদে জোবায়ের জানান, দীর্ঘদিন যাবৎ তিনি অবৈধ অস্ত্র দ্বারা অপরাধমূলক কর্মকাণ্ড করতেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জোবায়েরের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ আলমগীর সিকদার (৪০) ও তাঁর ভাই জাহাঙ্গীর সিকদারকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আবিদপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত