Ajker Patrika

সাতক্ষীরায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ১৫
সাতক্ষীরায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপ ও দুদিনের টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দমকা হাওয়া ও মুষলধারে বৃষ্টির ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে আরও স্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে বিরাজ করছে।

এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হবে। যার ফলে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সাতক্ষীরা উপকূলসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত