Ajker Patrika

১৭ উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৭ উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের দুটি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে আটজনকে গুরুদণ্ড, পাঁচজনকে লঘুদণ্ড ও চারজনকে তিরস্কার করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা করেন উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা। ওই ঘটনায় বিশৃঙ্খলার দায়ে তাঁদের ১৭ জনকে চিহ্নিত করে বিভিন্ন বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

তবে উপসচিব পদমর্যাদার যে ১৭ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে, তাঁদের কারও নাম প্রকাশ করেননি মো. মোখলেস উর রহমান। 

জানা যায়, অন্তর্বর্তী সরকার গত সেপ্টেম্বরে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়। এরপর বঞ্চনার অভিযোগ এনে সচিবালয়ে বিক্ষোভ, হট্টগোল ও হাতাহাতি করেন উপসচিব পদের একদল কর্মকর্তা। তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী আযমের কক্ষে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং তাঁর বিরুদ্ধে এককভাবে ডিসি নিয়োগের তালিকা তৈরির অভিযোগ আনেন। বিক্ষুব্ধ কর্মকর্তারা নিজেদের বিএনপি-জামায়াতপন্থী ‘বঞ্চিত’ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন। আর্থিক লেনদেনের মাধ্যমে ডিসি নিয়োগের অভিযোগও আনেন তাঁরা।

মোখলেস উর রহমান বলেন, ওই অসন্তোষের ঘটনায় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও সাক্ষ্য-প্রমাণ ও প্রতিবেদন পাওয়া গেছে। তদন্ত কমিটি ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রশাসনে শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয়, সেসব ব্যবস্থা নেওয়া হবে। ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরু এবং লঘুদণ্ড দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। 

ওই ঘটনায় জড়িত কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে জনপ্রশাসনসচিব বলেন, একজন যুগ্ম সচিব ছিলেন, তাঁকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করে বদলি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত