Ajker Patrika

লামায় ইউপি নির্বাচন

লামা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২: ১৪
Thumbnail image

বান্দরবানের লামায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়া দুজনকেই বহিষ্কার করেছে আওয়ামী লীগ। গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি কৈশহ্লা স্বাক্ষরিত চিঠিতে তাঁদের বহিষ্কার করেন।

গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ফেসবুকে নিজের আইডি থেকে বহিষ্কারের চিঠিটি পোস্ট করলে বিষয়টি সবার সামনে আসে। মোবাইল ফোনে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এতে বলা হয়, ‘বহিষ্কৃতদের দলীয় দায়িত্বরত পদ ও পদ সমূহ থেকে অপসারণসহ বহিষ্কার আদেশ প্রদান করা হল।’

বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউপিতে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. আকতার কামাল (মাইজ্জা মিয়া)। অপরজন একই প্রতীকে ফাঁসিয়াখালী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক।

এদিকে লামার আজিজনগর ইউপিতে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনের পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত মো. রশিদ আহম্মদ নির্বাচনে অংশ নিয়েছেন। মোহাম্মদ রশিদ আহম্মদ আওয়ামী লীগের কোনো কমিটিতে না থাকায় তাঁর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না বলে নেতারা জানিয়েছেন।

ওমর ফারুক বলেন, ‘আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার ইউনিয়নে আমি জনপ্রিয়তায় শীর্ষে আছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হয়ে চেয়ারম্যান হব। আওয়ামী লীগ থেকে যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা নন।’ বহিষ্কারের করার বিষয়টি জানেন বলে জানান আকতার কামাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত