Ajker Patrika

ইউক্রেন নিয়ে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০৯: ৪০
ইউক্রেন নিয়ে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের

রাশিয়া ও বেলারুশের সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ইউক্রেনকে প্রায় ২ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। নজরদারি ও তদারকি বাড়াতে আধুনিক সরঞ্জাম কিনতে এসব অর্থ ব্যয় করা হবে। গত মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে ইউক্রেনের সীমান্ত নিরাপত্তা বিভাগ।

এর এক দিন পর গতকাল বুধবার জার্মানির সঙ্গে নিজেদের গ্যাস পাইপলাইন ‘নর্থ স্ট্রিম ২’ অনুমোদন না পাওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন রুশ ডেপুটি প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক।

১ হাজার ৭১ কোটি ৩৬ লাখ ডলার ব্যয়ে নির্মিত পাইপলাইনটির নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ২০২২ সালের মাঝামাঝি এটা অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

এএফপি জানায়, ইউক্রেন ইস্যুতে এ পাইপলাইন নিয়ে সম্প্রতি রাজনীতি আরও বেড়েছে। বাল্টিক সাগরের তলদেশ ও ইউক্রেনের পাশ ঘেঁষে জার্মান উপকূলে পৌঁছে যাওয়া এ প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।

ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা গত দু-এক মাসে চরমে পৌঁছেছে। পশ্চিম দিক ছাড়া ইউক্রেনের তিন দিকে ১ লাখের বেশি সৈন্য সমাবেশ করে রাশিয়া।

এ অবস্থায় জানুয়ারির ১০, ১২ ও ১৩ তারিখ যুক্তরাষ্ট্র-রাশিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আলোচনার সিদ্ধান্ত হয়। জেনেভায় পক্ষগুলোর মধ্যে আলোচনা হবে বলে গত সোমবার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত