Ajker Patrika

কলেজে পানি শোধনাগার স্থাপন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৪
কলেজে পানি শোধনাগার স্থাপন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পানি শোধনাগার স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এটি স্থাপন করা হয়।

লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে ৯ লাখ ৯৬ হাজার ২১২ টাকা ব্যয় আড়াই হাজার শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী ও অভিভাবকদের জন্য বন্যা সহনশীল পানি শোধনাগার নলকূপ স্থাপন করা হয়েছে।

শোধনাগার স্থাপনের সময় উপস্থিত ছিলেন দাঁতভাঙ্গা ইউপির চেয়ারম্যান এসএম রেজাউল করিম, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব ও আবুল হোসেন, দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বদিউজ্জামান, প্রভাষক আলমগীর হোসেন, ইউপি সচিব রোকনুজ্জামান, লজিক প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নজরুল ইসলাম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাহেদ হোসেন, সুমনা পারভীন প্রমুখ।।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত