Ajker Patrika

মেলান্দহে ধানখেতে হাঁস যাওয়ায় দুপক্ষের সংঘর্ষ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৪: ৪১
মেলান্দহে ধানখেতে হাঁস যাওয়ায় দুপক্ষের সংঘর্ষ

জামালপুরের মেলান্দহে ধানখেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব মালঞ্চ এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতরা হলেন কৃষক দুদু মিয়া ও তাঁর স্ত্রী রিনা বেগম। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে নির্যাতনের শিকার রিনা বেগমের ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার (ওসি) ময়নুল ইসলাম।

আহত দুদু মিয়া বলেন, ‘আমার প্রতিবেশী আবু বক্করের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় আবু বক্করের ধান খেতে আমার পালিত হাঁস যায়। এই নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে আবু বক্করের ছেলে হুসাইন মাহমুদ গাজী ও তাঁর স্বজনেরা রামদা, লাঠি ও রডসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মারধর করে। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে রাতে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নির্যাতনের শিকার রিনা বেগম বলেন, ‘আমি রোজা ছিলাম। তাদের হাতে পায়ে ধরে বলেছি, আমি ও আমার স্বামী রোজা রেখেছি। আমাদের মাইরেন না, তাঁরা কোনো কথাই না শুনে আমাদের এলোপাতাড়ি মারধর করে অমানুষিক নির্যাতন করেছে। আমাদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ নিয়ে আবু বক্করের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা হয়েছে। আমাসিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত