Ajker Patrika

তিন ফোনালাপ ফাঁস সমালোচনায় চেয়ারম্যান

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৩৪
তিন ফোনালাপ ফাঁস সমালোচনায় চেয়ারম্যান

চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুবারের বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান শাহজালাল মজুমদারের তিনটি ফোনালাপ ফাঁস হয়েছে। এ সব ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন মহলে চলছে আলোচনা- সমালোচনা।

এর মধ্যে শাহজালাল মজুমদারের ঠিকাদারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মুঠোফোনে গালাগাল ও চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকির একটি ফোনালাপ ফাঁস হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে সরকারি ঠিকাদারি কাজে অনিয়মের কথা বলায় শাহ জালাল মজুমদার ওই শিক্ষককে চাঁদাবাজ, বেয়াদব ও গুন্ডা বলে আখ্যা দেন। পাশাপাশি অকথ্য ভাষায় হুমকি দেন। এ ছাড়া ওই শিক্ষককে তিনি মামলা জড়িয়ে হয়রানি করার ভয় দেখান।

ভাইরাল অডিও রেকর্ডের শিক্ষক রোকনুজ্জামান বলেন, ‘এটি আগের ঘটনা। এখন আমাদের মধ্যে এ বিষয়ে মীমাংসা হয়ে গেছে।’

এদিকে উজিরপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন শাহজালাল মজুমদারের শ্বশুর আলী আশ্রব এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাঈমুর রহমান মজুমদার মাসুম। দলের নেতা-কর্মীদের অভিযোগ, শাহ জালাল মজুমদার দলের চেয়ারম্যান প্রার্থী মাসুমের পক্ষে কাজ না করে তার শ্বশুরের পক্ষে অবস্থান নেন। গোপনে ও প্রকাশ্যে নির্বাচনের দিন পর্যন্ত শ্বশুরের পক্ষে কাজ চালিয়ে যান। অবশ্য এ নির্বাচনে নাঈমুর রহমান মজুমদার মাসুম জয়ী হন। এরপর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শাহ জালালের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন।

এ নিয়ে নাইমুর রহমান মজুমদার মাসুমের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মাসুম বলেন, ‘আমাদের প্রিয় নেতাকে লজ্জা দেওয়ার জন্য দলের বাইরে অবস্থান নিয়ে নৌকার বিপক্ষে টাকার বস্তা ঢেলে শাহ জালাল মজুমদার উজিরপুর ইউপিতে দলীয় প্রার্থীকে ফেল করিয়ে তাঁর শ্বশুরকে পাশ করানোর জন্য মরিয়া হয়ে কাজ করেছেন। তিনি একজন কুলাঙ্গার। উজিরপুরে আগে তাঁকে অনেক সম্মান দিয়েছি। তাই আমরা শাহ জালাল মজুমদারকে উজিরপুর ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

এদিকে গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অপর অডিও কল রেকর্ডে শোনা যায়, শাহজালাল মজুমদার তাঁর ইউনিয়নের ছাত্রলীগ নেতা আবদুল হক মজুমদার সোহাগকে গালাগাল করছে এবং তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার বলেন, ‘সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আমার ইউনিয়নে স্থানীয় সাংসদ মুজিবুল হকের ভাতিজা তোফায়েল আহমেদ ৩ নম্বর ওয়ার্ডের মনির নামে একজনকে ইউপি সদস্য হিসেবে প্রার্থী করে। তিনি (তোফায়েল) আমাকে তাঁর প্রার্থীকে পাশ করিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করেন। আমি এ বিষয়ে অপারগতা প্রকাশ করি। পরে সুষ্ঠু নির্বাচনে তাঁর প্রার্থী পরাজিত হওয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

এদিকে শিক্ষককে গালাগালের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিছক ভুল বোঝাবুঝি ছিল। এটা আমাদের মধ্যে সমাধান হয়ে গেছে।’

ছাত্রলীগ নেতাকে হুমকি ও গালাগাল সম্পর্কে তিনি বলেন, আবদুল হক মজুমদার সোহাগ একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা। ‘সোহাগ স্কুলের একটি মেয়েকে ইভটিজিং করায় প্রধান শিক্ষক আমার নিকট বিচার দিলে, আমি তাঁকে শাসন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত