Ajker Patrika

ক্রসফায়ারের পক্ষে কামাল মজুমদার

মিরপুর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১২: ০৭
ক্রসফায়ারের পক্ষে   কামাল মজুমদার

‘অনেক সময় বিরোধী দলের নেতারা বলেন, ক্রসফায়ার দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। কিন্তু আমি ক্রসফায়ারের পক্ষে। একজন সন্ত্রাসীর জন্য লাখ লাখ মানুষের রাতের ঘুম নষ্ট হয়ে যায়। সেই সন্ত্রাসীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা উচিত।’

তথাকথিত ক্রসফায়ার নিয়ে এই মন্তব্য শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের। গতকাল শনিবার দুপুরে রাজধানীর রূপনগরে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের মিলনায়তনে কিশোর অপরাধ নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ এই আলোচনা সভার আয়োজন করে।

ঢাকা-১৫ আসনের এই সাংসদ বলেন, বর্তমানে সন্ত্রাসী ও চাঁদাবাজরা জনপ্রতিনিধি হয়ে যাচ্ছেন। নির্বাচনে মনোনয়ন দেওয়ার আগে নানা বাহিনীর রিপোর্ট নেওয়া হয়, তাহলে কেন সন্ত্রাসীরা মনোনয়ন পাবেন? তিনি বলেন, শ্রেণিকক্ষে শিক্ষকেরা বেত চালাতে পারবেন না—এ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনাটি যথাযথ নয়। শিক্ষার্থীরা অন্যায় করলে তাদের শাসন করতে হবে। সেই অধিকার শিক্ষকদের রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে যত প্রযুক্তি ঢুকছে, তাতে যেমন সুফল হচ্ছে আবার দেশের ক্ষতিও হচ্ছে। এর অপব্যবহার রোধ করা না গেলে কিশোর-যুবসমাজকে ধ্বংস থেকে ফিরিয়ে আনা যাবে না। এ জন্য শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবকদেরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে র‍্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, গত এক বছরে রাজধানীতে বেশ কিছু কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। বিভিন্ন অপরাধের কারণে র‍্যাব-৪ এ পর্যন্ত ২৭৪ কিশোরকে আটক করে। তাদের মধ্যে ৪০ জনকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

আলোচনা সভায় মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজ অধ্যক্ষ ড. মো. আবু মাসুদসহ অনেকে। রাতে আজকের পত্রিকার পক্ষ থেকে ক্রসফায়ারের পক্ষে দেওয়া বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘শান্তির জন্য আমি ক্রসফায়ারের পক্ষে। যারা অন্যায় করে, অস্থিরতা তৈরি করে, তাদের বেঁচে থাকার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত