Ajker Patrika

কৌশলে অপহরণ থেকে রক্ষা স্কুলছাত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ৪০
কৌশলে অপহরণ থেকে রক্ষা স্কুলছাত্রীর

ঝিনাইদহ শহরে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে বাঁচল শাহিনা (১৫) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থী। ২০ দিন আগেও সে প্রথম দফায় অপহরণ হয়েছিল। সে যাত্রায় কক্সবাজার থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে দ্বিতীয় দফায় অপহরণ হওয়ার পর একপর্যায়ে কৌশলে সটকে পড়ে নিজেকে অপহরণের হাত থেকে বাঁচল শাহিনা।

শাহিনা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বেষ্টপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও স্থানীয় মহিলা পাইলট গার্লস স্কুলের শিক্ষার্থী।

পুলিশ ও শাহিনার পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে দ্বিতীয় দফায় রাস্তা থেকে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে তুলে অপহরণ করে শাহিনাকে। সেখান থেকে তারা তাকে ঝিনাইদহ শহরে নিয়ে আসে। শহরের ব্যাপারীপাড়া সড়কে মাইক্রো থামিয়ে অপহরণকারীরা তার শরীরে কিছু একটা পুশ করার চেষ্টা করে। এ সময় শাহিনা কৌশলে মাইক্রো থেকে নেমে একটি দোকানে আশ্রয় নেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার তাকে থানায় নিয়ে আসে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, আমরা সিসিটিভির ফুটেজ দেখে অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি। সোমবার রাতেই দামুড়হুদা পুলিশের উপস্থিতিতে শাহিনাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

রেস্তোরাঁয় পিস্তল হাতে যুগলের খুনসুটি, ভিডিও ভাইরাল

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত