Ajker Patrika

‘বরগুনার ঘটনার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ দায়ী’

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১১: ৫৭
‘বরগুনার ঘটনার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ দায়ী’

বরগুনার ঘটনার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ দায়ী বলে মন্তব্য করেছেন জেলা ছাত্রলীগের সাবেক নেতারা। তাঁরা বর্তমান কমিটি বাতিল করে নতুন করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান।

পুলিশের লাঠিপেটা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে পুলিশ কর্মকর্তার অসদাচরণের ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিপেটা ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে পুলিশের ঔদ্ধত্য আচরণের নিন্দা জানানো হয়। পাশাপাশি জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি বাতিল করে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুর রশীদ বলেন, ‘১৫ আগস্ট ছাত্রলীগের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতিসহ কেন্দ্রীয় নেতারা দায়ী। এ ঘটনার জন্য বরগুনার কেউ দায়ী না, এ ছেলেদের যাঁরা কমিটিতে পদ দিতে নেপথ্যে সহায়তা করেছেন তাঁরা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা দায়ী। বর্তমান কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন করে কমিটি গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

সংবাদ সম্মেলনে বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবদুর রশীদ, গোলাম মোস্তফা কিসলু, আলমগীর হোসেন, মকবুল হোসেন, যুবায়ের আদনান অনিক প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বর্তমান কমিটির সহসভাপতি সবুজ মোল্লা, সাইফুল ইসলাম সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত