Ajker Patrika

পাবনায় ২ কেন্দ্রে ভোট বাতিলের দাবি নৌকার প্রার্থীর

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৪২
Thumbnail image

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটি কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণ ও ৮টি কেন্দ্রে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রইস উদ্দিন খান। গত সোমবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

চতুর্থ দফায় অনুষ্ঠিত সাদুল্লাপুর ইউপি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে লিখিত বক্তব্যে নৌকার প্রার্থী রইস উদ্দিন খান বলেন, ১ নম্বর ওয়ার্ডে শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮ নম্বর ওয়ার্ডে চমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা তাঁর পোলিং এজেন্টদের বের করে দেন। ওই কেন্দ্রে তাঁর পক্ষে দেওয়া ৪৬২ ভোট বিনা কারণে অবৈধ দেখিয়ে বাতিল করা হয়েছে। এ ছাড়াও মৃত ব্যক্তি ও বিদেশে থাকা ব্যক্তিদের ভোট দেওয়া হলেও দায়িত্বরত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ওই কেন্দ্রে ভোট গণনা শেষে তাঁকে রেজাল্ট শিট দেওয়া হয়নি।

রইস উদ্দিন খান আরও বলেন, বেশকিছু আওয়ামী লীগের নেতা-কর্মী নৌকার ব্যাচ পরে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তাঁদের ষড়যন্ত্রে তাঁর ভোটাররা ভোট দিতে পারেননি। মনোনয়ন না পেয়ে তাঁরা দলের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্র করেছেন।

রইস উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমি রিটার্নিং কর্মকর্তা বরাবর ২টি কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণ ও ৮টি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবিতে আবেদন করেছি এবং হাইকোর্টে রিট করার প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে সাদুল্লাপুর ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা হাসান রশিদ হোসাইনী বলেন, ভোটের দিন যখনই কোনো প্রার্থীর কাছ থেকে যে অভিযোগ পেয়েছেন, তাঁরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। নৌকার প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছেন। সেটি তিনি জেলা নির্বাচন অফিসে পাঠিয়েছেন। ভোট পুনর্গণনা বা বাতিলের এখতিয়ার নির্বাচন কমিশনের। এ-সংক্রান্ত আইনকানুন নির্বাচন কমিশন থেকে প্রার্থী জেনে নিতে পারবেন।

উল্লেখ্য, সাদুল্লাপুর ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম ৫ শতাধিক ভোটে জয়লাভ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত