Ajker Patrika

আজহারুলের বড় স্বপ্ন

নেত্রকোনা প্রতিনিধি
আজহারুলের বড় স্বপ্ন

স্বপ্ন জয়ে থেমে নেই অদম্য প্রতিবন্ধী শিক্ষার্থী আজহারুল। হামাগুড়ি দিয়ে গতকাল রোববার বাড়ি থেকে ১৩ কিলোমিটার দূরে মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় আজহারুল।

এর আগে সে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিয়ে ২ দশমিক ৮৩ পেয়ে কৃতকার্য হয়। জেএসসিতে পায় ২ দশমিক ৫৫ পয়েন্ট ও এসএসসিতে ২ দশমিক ৮৯।

নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামে দিনমজুরের সন্তান আজহারুল ইসলাম। বালালী বাঘমারা শাহজাহান মহাবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় সে।

আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে জানায়, ‘ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। এ জন্য প্রতিদিন স্বপ্ন দেখছি বড় হওয়ার।’ 
পরীক্ষাকেন্দ্রের সচিব ও মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমান বলেন, ‘হামাগুড়ি দিয়ে আজহারুল আজ (গতকাল)  আমাদের কেন্দ্রে পরীক্ষা দিতে এসেছে। অতিরিক্ত সময়ের জন্য সে  আবেদন করেছে। তাকে সার্বিক সহযোগিতা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত