Ajker Patrika

এবার রাজস্থানে নজর আম আদমি পার্টির

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৬: ২২
এবার রাজস্থানে নজর আম আদমি পার্টির

ভারতের পাঞ্জাব রাজ্যের পর এবার রাজস্থানের কংগ্রেস সরকারকে পরাস্ত করতে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। মরু রাজ্যটিতে দলের কৌশল ঠিক করতে ২৬ ও ২৭ মার্চ রাজধানী জয়পুরে সম্মেলন করবে দলটি। রাজস্থানে দলের দায়িত্ব রয়েছে সঞ্জয় সিংয়ের কাঁধে। তিনি জানান, পাঞ্জাব জয়ের পর কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস তুঙ্গে।

গতবার ২০০ সদস্যের রাজস্থান বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস। বর্তমানে তাদের সদস্যসংখ্যা ১০৮। তবে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে শচীন পাইলটের ঝামেলা রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে চায় আপ। গতবার তারা ১৪২ কেন্দ্রে প্রার্থী দিয়ে একটিতেও জিততে পারেনি। ভোট পেয়েছিল মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ। তাই রাজস্থানে কেজরিওয়ালের দলকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস নেতারা।

এদিকে, পাঞ্জাবে সরকার গঠনের পর কর্মসংস্থানের ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে আম আদমি সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত