Ajker Patrika

বিদ্রোহীর চাপে কোণঠাসা আ.লীগের প্রার্থী

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ১৭
বিদ্রোহীর চাপে কোণঠাসা আ.লীগের প্রার্থী

গাইবান্ধার বরিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীর চাপে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।

এর আগে সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১৯ বছর নির্বাচন বন্ধ থাকার পর আগামী ২৬ ডিসেম্বর এ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। নির্বাচন সামনে রেখে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তাঁরা।

জানা যায়, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসেবে বিএনপি এবং জামায়াতের একক প্রার্থী থাকলেও জাতীয় পার্টি ও ক্ষমতাসীন আওয়ামী লীগে রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী। এর মধ্যে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী।

ফলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন ভোটাররা। সেই সঙ্গে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম মিয়া।

বিদ্রোহী তিনজন হলেন, বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার (চশমা), বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম (আনারস) ও আরেক সহসভাপতি বাবুল আকতার (টেলিফোন)।

বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান বলেন, ‘আমি দেড় যুগের বেশি সময় ইউনিয়নবাসীর সেবা করে আসছি। দলীয়ভাবে আমাকে মূল্যায়ন করা না হলেও জনগণ না ছাড়ায় নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছি।’

পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের করণে বিদ্রোহী তিনজনকে দল ও পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বরিশাল ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করছে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর আলম জানান, ৪ নম্বর বরিশাল ইউনিয়নের চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ৮২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৫৬ জন ও নারী ভোটার ১১ হাজার ৫৮ জন। আগামী ২৬ ডিসেম্বর তাঁরা ভোটাধিকার প্রয়োগ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত