Ajker Patrika

ফয়সালের অপেক্ষায় পরিবার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৭: ৪৯
Thumbnail image

যুদ্ধরত ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে হামলার ঘটনায় আটকে পড়া জীবিত ২৮ জনের একজন ফয়সাল আহমেদ সেতু। তাঁর মা-বাবা জানিয়েছেন, ফয়সাল ভালো আছে। তাঁদের সঙ্গে কথা বলেছে। ফয়সালকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সাহায্য করছে। তাঁদের এখন ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদের ছেলে ফয়সাল। তিনি খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করার পর চট্টগ্রামে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। চার মাস ধরে তিনি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে ইন্টার্নশিপ করছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে ফয়সাল সবার ছোট বলে জানা গেছে।

মোবাইল ফোনে খুদে বার্তায় পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন ফয়সাল। জানাচ্ছেন, অন্য সহকর্মীদের কথাও। তিনি জানান, তাঁদের (২৮ নাবিক) বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে জাহাজ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁরা ভালো আছেন। গতকাল বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটে ফয়সাল তাঁর পরিবারের সদস্যদের জানিয়েছেন, সবাইকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত একজন নিহত ছাড়া ২৮ জন নিরাপদে আছেন এবং ভালো আছেন। আজকের পত্রিকাকে ফয়সালের চাচাতো ভাই রানা আহম্মেদ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘তবে কোথায় আছে এবং দেশে কবে ফিরবে এমন কোনো তথ্য তাঁদের দেয়নি ফয়সাল।’ ছেলের সঙ্গে কথা বলে কিছুটা স্বস্তি পেলেও তাঁর ফিরে আসা নিয়ে ভাবছেন মা-বাবা।

গতকাল দুপুরে ফয়সালের মা মাকসুদা আহমেদ আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলে এখন ভালো আছে। ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে ফয়সালের বাবা ফারুক বিশ্বাস বলেন, ‘ছেলে ভালো আছে, ছেলেকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সাহায্য করছে। আমার সঙ্গে বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তারা যোগাযোগ করেছেন। সরকারের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’ এর আগে বাঁচার আকুতি জানিয়ে জাহাজ থেকে ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফয়সাল তাঁর এক পরিচিতজনের কাছে পাঠিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত