শিপুল ইসলাম, রংপুর
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার নিজের নেই কোনো জমি। তাঁর প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া জমি, বাড়ি ও টাকার মালিক।
রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছে দুই প্রার্থীর দেওয়া হলফনামা থেকে এসব জানা গেছে।
হলফনামা থেকে আরও জানা যায়, জাতীয় পার্টি প্রার্থী সদ্য সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নামে কোনো কৃষি, অকৃষি ও দালানবাড়ি নেই। তবে স্ত্রীর নামে চার শতক জমির ওপর একটি দালান রয়েছে। দোকানঘর, ব্যবসা, সঞ্চয়পত্রসহ অন্যান্য খাতেও তাঁর আয় নেই।
তবে বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া বাবদ বছরে ২০ লাখ ৫০ হাজার টাকা স্ত্রীর নামে আয় দেখানো হয়েছে। মোস্তফার কাছে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা, স্ত্রীর কাছে নগদ ৯০ হাজার টাকা রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোস্তফার নামে রয়েছে ১৬ লাখ ৭৭ হাজার ২৯৪ টাকা ও স্ত্রীর নামে ২ লাখ ২০ হাজার ৫০০ টাকা রয়েছে।
এ ছাড়াও মোস্তফার নিজ নামে বন্ড, ঋণপত্র, কোম্পানির শেয়ার রয়েছে ১ লাখ টাকার। ৭০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল রয়েছে। নিজ নামে ৫০ হাজার টাকার স্বর্ণালংঙ্কার, স্ত্রীর রয়েছে ১৫ ভরি স্বর্ণ, ২ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিকসামগ্রী ও ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের নিজ নামে আসবাবপত্র। এ ছাড়া জনতা ব্যাংকে ১৫ লাখ টাকার ঋণ গত ১০ নভেম্বর পরিশোধ করেছেন তিনি। সদ্য বিদায়ী মেয়র জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর মহানগরীর কলেজ রোডের বাসিন্দা। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএসসি। তিনি পেশার স্থলে লিখেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র।
এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া রংপুর মহানগরীর জিএলরায় রোডের বাসিন্দা। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক (এলএলবি)। তিনি পেশায় একজন আইনজীবী। ডালিয়ার বাৎসরিক কৃষি খাতে ৪২ হাজার টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া থেকে ১ লাখ ৩ হাজার ৫০০, আইন পেশা থেকে ৪ লাখ ২৫ হাজার, সঞ্চয়পত্রের মুনাফা থেকে ৯৫ হাজার ৪০ ও ব্যাংক সুদ থেকে ৯ হাজার ৫৫৭ টাকা আয় করেন।
ডালিয়ার অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে নগদ ৪৪ লাখ ২১ হাজার ৬০০ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত ৫ লাখ ৪৩ হাজার ৯২৪ টাকা, ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংঙ্কার, ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিকসামগ্রী, ১ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের আসবাব রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে ৩০ শতক কৃষি জমি, ৩ শতক এবং ৩ কাঠা অকৃষি জমি, ৩ শতক জমিসহ চারতলা আবাসিক বাড়ি রয়েছে। তাঁর নামে কোনো ঋণ ও মামলা নেই।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার নিজের নেই কোনো জমি। তাঁর প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া জমি, বাড়ি ও টাকার মালিক।
রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছে দুই প্রার্থীর দেওয়া হলফনামা থেকে এসব জানা গেছে।
হলফনামা থেকে আরও জানা যায়, জাতীয় পার্টি প্রার্থী সদ্য সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নামে কোনো কৃষি, অকৃষি ও দালানবাড়ি নেই। তবে স্ত্রীর নামে চার শতক জমির ওপর একটি দালান রয়েছে। দোকানঘর, ব্যবসা, সঞ্চয়পত্রসহ অন্যান্য খাতেও তাঁর আয় নেই।
তবে বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া বাবদ বছরে ২০ লাখ ৫০ হাজার টাকা স্ত্রীর নামে আয় দেখানো হয়েছে। মোস্তফার কাছে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা, স্ত্রীর কাছে নগদ ৯০ হাজার টাকা রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোস্তফার নামে রয়েছে ১৬ লাখ ৭৭ হাজার ২৯৪ টাকা ও স্ত্রীর নামে ২ লাখ ২০ হাজার ৫০০ টাকা রয়েছে।
এ ছাড়াও মোস্তফার নিজ নামে বন্ড, ঋণপত্র, কোম্পানির শেয়ার রয়েছে ১ লাখ টাকার। ৭০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল রয়েছে। নিজ নামে ৫০ হাজার টাকার স্বর্ণালংঙ্কার, স্ত্রীর রয়েছে ১৫ ভরি স্বর্ণ, ২ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিকসামগ্রী ও ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের নিজ নামে আসবাবপত্র। এ ছাড়া জনতা ব্যাংকে ১৫ লাখ টাকার ঋণ গত ১০ নভেম্বর পরিশোধ করেছেন তিনি। সদ্য বিদায়ী মেয়র জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর মহানগরীর কলেজ রোডের বাসিন্দা। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএসসি। তিনি পেশার স্থলে লিখেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র।
এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া রংপুর মহানগরীর জিএলরায় রোডের বাসিন্দা। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক (এলএলবি)। তিনি পেশায় একজন আইনজীবী। ডালিয়ার বাৎসরিক কৃষি খাতে ৪২ হাজার টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া থেকে ১ লাখ ৩ হাজার ৫০০, আইন পেশা থেকে ৪ লাখ ২৫ হাজার, সঞ্চয়পত্রের মুনাফা থেকে ৯৫ হাজার ৪০ ও ব্যাংক সুদ থেকে ৯ হাজার ৫৫৭ টাকা আয় করেন।
ডালিয়ার অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে নগদ ৪৪ লাখ ২১ হাজার ৬০০ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত ৫ লাখ ৪৩ হাজার ৯২৪ টাকা, ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংঙ্কার, ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিকসামগ্রী, ১ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের আসবাব রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে ৩০ শতক কৃষি জমি, ৩ শতক এবং ৩ কাঠা অকৃষি জমি, ৩ শতক জমিসহ চারতলা আবাসিক বাড়ি রয়েছে। তাঁর নামে কোনো ঋণ ও মামলা নেই।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪