Ajker Patrika

রণবীর-আলিয়ার বিয়ে-বৃত্তান্ত

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১১: ৫৭
রণবীর-আলিয়ার বিয়ে-বৃত্তান্ত

তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে কম গুঞ্জন রটেনি! অবশেষে সে গুঞ্জনে সত্যির সিলমোহর বসিয়ে এক হতে চলেছে তাঁদের হাত। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল সাত পাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া। ১৪ এপ্রিল শুরু হবে আনুষ্ঠানিকতা। ১৭ এপ্রিল পর্যন্ত পাঞ্জাবি রীতিনীতি মেনে চলবে মেহেদি, হলুদ ও সংগীতের অনুষ্ঠান। পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে মনীশ মালহোত্রা ও সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরবেন আলিয়া।

কোথায় হবে বিয়ে?
বিয়ের অনুষ্ঠানে খুব একটা আড়ম্বর থাকবে না। অন্য তারকাদের মতো বিদেশের মাটিতে কোনো ডেস্টিনেশন ওয়েডিং কিংবা বিলাসবহুল হোটেলে বসবে না আলিয়া-রণবীরের বিয়ের আসর। দাদা রাজ কাপুরের পৈতৃক বাড়ি আরকে হাউসেই হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এই বাড়িতেই বিয়ে হয়েছিল রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নীতু সিংয়ের।

আমন্ত্রিত অতিথি
বিয়েতে অতিথিদের তালিকা সীমিত। আলিয়া-রণবীরের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই কেবল আমন্ত্রণ পাবেন। জানা গেছে, তারকাদের মধ্যে অতিথি তালিকায় আছেন অর্জুন কাপুর, জোয়া আখতার, সঞ্জয় লীলা বানসালি, করণ জোহর, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, নির্মাতা অয়ন মুখার্জিসহ রণবীর-আলিয়ার কাছের কয়েকজন। আর কাপুর ও ভাট পরিবারের সদস্যরা তো থাকবেনই। তাঁদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর, রিদ্ধিমা কাপুর, কারিশমা কাপুর, সাইফ আলি খান, সোনি রাজদান, মহেশ ভাট, শাহিন ভাট, পূজা ভাট প্রমুখ। এপ্রিলের শেষ দিকে রণবীর-আলিয়া তাঁদের ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে আলাদা অনুষ্ঠানের আয়োজন করবেন।

রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত