Ajker Patrika

তিনে মিলে ভালো কিছু

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৯: ৩১
তিনে মিলে ভালো কিছু

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে গেয়েছেন মুজা। নতুন সংগীতায়োজনে ‘নয়া দামান’ গানটি গেয়ে দেশের শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতশিল্পী মুজা। হাবিব ও মুজা মিলে এবার গেয়েছেন ‘বেণি খুলে’। কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাচ্ছে। প্রকাশের পাঁচ দিনের মাথায় ২৫ লক্ষাধিক বার দেখা হয়েছে গানটি। লিখেছেন ফৌজিয়া সুলতানা ও মুজা। সুর করেছেন রাসেল আলী, মুজা ও ফুয়াদ। গানের ভিডিওতে কোরিওগ্রাফি করেছেন ও নেচেছেন হৃদি শেখ।

‘বেণি খুলে’ গানটিতে রয়েছে সিলেটের আঞ্চলিক ভাষা, ইংরেজি ও প্রমিত বাংলা ভাষার ব্যবহার। আঞ্চলিক ও ইংরেজি অংশটুকু গেয়েছেন মুজা আর প্রমিত বাংলা অংশ গেয়েছেন হাবিব। পার্থ শেখ পরিচালনা করেছেন গানের ভিডিও।

অনেকটা নিভৃতেই প্রকাশ হয়েছিল গানটি। তবে ফুয়াদ, হাবিব ও মুজা—এ তিনজনের প্রচেষ্টা তো আর বিফলে যেতে পারে না। নিভৃতে প্রকাশ পাওয়া গানটি এখন মানুষের মুখে মুখে। সোশ্যাল মিডিয়ায় ‘বেণি খুলে’ নিয়ে প্রচুর প্রশংসা। অনেকে কাভার করছেন, গানের তালে নাচছেন আর সেগুলো পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

ফুয়াদ ও মুজামুজা বলেন, ‘আমি হাবিব ওয়াহিদ ভাইয়ের ভক্ত। প্রায় পাঁচ বছর আগে কাইনেটিক মিউজিকের নাফিজ ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়। তাঁর কাছে হাবিব ভাইয়ের সঙ্গে একটি গান করার ইচ্ছের কথা বলি। গত বছর এই গানটির অডিও নিয়ে কাজ করি ক্যালিফোর্নিয়ায়। ফুয়াদ ভাই আর রাসেল ভাই সেখানেই থাকেন। তাঁরা আমাকে অনেক সাহায্য করেছেন। পরে গানটির ট্র্যাক কাইনেটিককে পাঠাই। একদিন ইমেইলে দেখি আমার গানের সঙ্গে হাবিব ভাইয়ের ভয়েস। আমি বিশ্বাসই করতে পারছিলাম না।’

হাবিব ওয়াহিদ বলেন, ‘গানটি থেকে ভালো সাড়া পাচ্ছি। নিজের সংগীতেই সব সময় গান করি আমি। তবে ফুয়াদের মিউজিকে এর আগেও গেয়েছি। ফুয়াদ ও রাসেল আমার বহুদিনের পরিচিত। তিনজনের সঙ্গে মুজা চমৎকারভাবে কোলাবরেশন করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত