Ajker Patrika

বাধ্যতামূলক ছুটিতে শিক্ষক, তদন্ত কমিটি

কক্সবাজার প্রতিনিধি
বাধ্যতামূলক ছুটিতে শিক্ষক, তদন্ত কমিটি

কক্সবাজারের রামু সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ হোছাইনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে সাত দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। কমিটিকে গতকাল মঙ্গলবার থেকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়। 

কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম জানান, গত সোমবার কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রতীম বড়ুয়াকে প্রধান করে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আ ম ম জহির ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হুমাইরা আকতারকে সদস্য করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে রোববার কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন করে। গত ৭ মার্চ কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর এলাকা থেকে মাধ্যমিকের এক ছাত্রীকে যৌন হয়রানিকালে হাতেনাতে ধরা পড়েন শিক্ষক মোহাম্মদ হোছাইন। পরে ওই ছাত্রীর সহপাঠীরা অভিযুক্ত শিক্ষককে ধরে মারধর করে কক্সবাজার আদালতপাড়ায় নিয়ে আসে। পরে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত