মুসাররাত আবির
হার্ভার্ড ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। আইভি লিগের সদস্য এই বিশ্ববিদ্যালয়টি ১৬৩৬ সালে ম্যাসাচুসেটসের বোস্টনে প্রতিষ্ঠিত হয়। সময়ের পরিক্রমায় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হয়ে ওঠে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তবে এখানে আবেদনের গ্রহণযোগ্যতা অনেক কম, মাত্র ৩ শতাংশ। সে জন্য এখানে পড়ার সুযোগ পাওয়াটাও দারুণ প্রতিযোগিতাপূর্ণ। তবে অসম্ভব নয়।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডিসহ নানা প্রোগ্রাম বা কোর্সে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
আবেদন যেভাবে
আপনি যদি উচ্চমাধ্যমিকের পরপর হার্ভার্ডে আবেদন করতে চান, অর্থাৎ ২০২২ সালের আগস্টে হার্ভার্ডে ক্লাস শুরু করতে চান, তাহলে আপনাকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই আবেদন করতে হতো। যাঁরা আবেদন করতে পারেননি, তাঁরা আবার ২০২২-এর ডিসেম্বরে আবেদন করতে পারবেন। কিন্তু মাঝের এই সময়টাকে ‘গ্যাপ ইয়ার’ ধরা হবে, আর আপনার ক্লাস শুরু হবে ২০২৩ সালের আগস্টে।
ফলাফলটা গুরুত্বপূর্ণ
উচ্চমাধ্যমিকের জিপিএ-৫ আপনাকে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রাখবে। তবে জিপিএ-৫ না থাকলেও আপনি চেষ্টা করতে পারবেন। এখানে পড়ার জন্য উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ের শ্রেণি ফলাফলটা গুরুত্বপূর্ণ। হার্ভার্ডে পড়তে হলে স্যাট স্কোর ১৪৬০-১৫৮০-এর মধ্যে হতে হবে। এ ছাড়া স্যাটের পরিবর্তে এসিটিতে অংশ নিলে ৩৩-৩৫ স্কোর থাকা জরুরি।
লিখতে হবে রচনা
হার্ভার্ডে আবেদনের জন্য কমন অ্যাপ্লিকেশনের নিজের তথ্য দেওয়ার পাশাপাশি নিজের সম্বন্ধে ২৫০ থেকে ৬৫০ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। সেখানে আপনার স্বপ্ন-আকাঙ্ক্ষা থেকে শুরু করে জীবনে কী করতে চান, সেগুলো লিখতে হবে। অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে আরও দুটি রচনা লিখতে হবে। আপনার কমন অ্যাপ্লিকেশনের রচনা হতে হবে আকর্ষণীয়। পড়াশোনার পাশাপাশি আপনি কী করতে ভালোবাসেন, আপনার কোন কোন বিষয়ে আগ্রহ আছে, সে বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা করতে হবে।
হার্ভার্ডে আবেদন করার জন্য যেসব দক্ষতা থাকা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। সেই সঙ্গে বুঝতে হবে দ্রুতগতির ইংরেজি কথা এবং প্রতি-উত্তর দিতে হবে আরও তাড়াতাড়ি।
অর্থ, না হয় বৃত্তি
হার্ভার্ডে পড়াশোনা করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। আপনি যদি হার্ভার্ডে ফুল ফান্ডিং স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাহলে আগে হার্ভার্ডের কোনো প্রফেসরের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। তাহলে পুরো ব্যাপারটা খানিকটা সোজা হয়ে যাবে।
আপনার পরিবারের আয় বছরে যদি ৬৫ হাজার ডলারের কম হয় তাহলে আপনি ফুললি ফান্ডেড স্কলারশিপের জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হবেন। থাকা-খাওয়া থেকে পড়াশোনার খরচ সবকিছুই বহন করবে হার্ভার্ড ইউনিভার্সিটি। আর যাঁদের পরিবারের আয় বছরে ৬৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে তাঁদের বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত, অর্থাৎ ১৫ হাজার ডলারের মতো সামগ্রিক ব্যয়ভার বহন করতে হতে পারে। আর যাঁদের বার্ষিক পারিবারিক আয় এর চেয়েও বেশি তাঁদের ১০ শতাংশের বেশি ব্যয় বহন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
হার্ভার্ড ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। আইভি লিগের সদস্য এই বিশ্ববিদ্যালয়টি ১৬৩৬ সালে ম্যাসাচুসেটসের বোস্টনে প্রতিষ্ঠিত হয়। সময়ের পরিক্রমায় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হয়ে ওঠে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তবে এখানে আবেদনের গ্রহণযোগ্যতা অনেক কম, মাত্র ৩ শতাংশ। সে জন্য এখানে পড়ার সুযোগ পাওয়াটাও দারুণ প্রতিযোগিতাপূর্ণ। তবে অসম্ভব নয়।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডিসহ নানা প্রোগ্রাম বা কোর্সে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
আবেদন যেভাবে
আপনি যদি উচ্চমাধ্যমিকের পরপর হার্ভার্ডে আবেদন করতে চান, অর্থাৎ ২০২২ সালের আগস্টে হার্ভার্ডে ক্লাস শুরু করতে চান, তাহলে আপনাকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই আবেদন করতে হতো। যাঁরা আবেদন করতে পারেননি, তাঁরা আবার ২০২২-এর ডিসেম্বরে আবেদন করতে পারবেন। কিন্তু মাঝের এই সময়টাকে ‘গ্যাপ ইয়ার’ ধরা হবে, আর আপনার ক্লাস শুরু হবে ২০২৩ সালের আগস্টে।
ফলাফলটা গুরুত্বপূর্ণ
উচ্চমাধ্যমিকের জিপিএ-৫ আপনাকে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রাখবে। তবে জিপিএ-৫ না থাকলেও আপনি চেষ্টা করতে পারবেন। এখানে পড়ার জন্য উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ের শ্রেণি ফলাফলটা গুরুত্বপূর্ণ। হার্ভার্ডে পড়তে হলে স্যাট স্কোর ১৪৬০-১৫৮০-এর মধ্যে হতে হবে। এ ছাড়া স্যাটের পরিবর্তে এসিটিতে অংশ নিলে ৩৩-৩৫ স্কোর থাকা জরুরি।
লিখতে হবে রচনা
হার্ভার্ডে আবেদনের জন্য কমন অ্যাপ্লিকেশনের নিজের তথ্য দেওয়ার পাশাপাশি নিজের সম্বন্ধে ২৫০ থেকে ৬৫০ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। সেখানে আপনার স্বপ্ন-আকাঙ্ক্ষা থেকে শুরু করে জীবনে কী করতে চান, সেগুলো লিখতে হবে। অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে আরও দুটি রচনা লিখতে হবে। আপনার কমন অ্যাপ্লিকেশনের রচনা হতে হবে আকর্ষণীয়। পড়াশোনার পাশাপাশি আপনি কী করতে ভালোবাসেন, আপনার কোন কোন বিষয়ে আগ্রহ আছে, সে বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা করতে হবে।
হার্ভার্ডে আবেদন করার জন্য যেসব দক্ষতা থাকা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। সেই সঙ্গে বুঝতে হবে দ্রুতগতির ইংরেজি কথা এবং প্রতি-উত্তর দিতে হবে আরও তাড়াতাড়ি।
অর্থ, না হয় বৃত্তি
হার্ভার্ডে পড়াশোনা করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। আপনি যদি হার্ভার্ডে ফুল ফান্ডিং স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাহলে আগে হার্ভার্ডের কোনো প্রফেসরের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। তাহলে পুরো ব্যাপারটা খানিকটা সোজা হয়ে যাবে।
আপনার পরিবারের আয় বছরে যদি ৬৫ হাজার ডলারের কম হয় তাহলে আপনি ফুললি ফান্ডেড স্কলারশিপের জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হবেন। থাকা-খাওয়া থেকে পড়াশোনার খরচ সবকিছুই বহন করবে হার্ভার্ড ইউনিভার্সিটি। আর যাঁদের পরিবারের আয় বছরে ৬৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে তাঁদের বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত, অর্থাৎ ১৫ হাজার ডলারের মতো সামগ্রিক ব্যয়ভার বহন করতে হতে পারে। আর যাঁদের বার্ষিক পারিবারিক আয় এর চেয়েও বেশি তাঁদের ১০ শতাংশের বেশি ব্যয় বহন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫