Ajker Patrika

পুকুর খোঁড়ার হিড়িক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩: ২৫
পুকুর খোঁড়ার হিড়িক

সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। এতে কমছে দুই ও তিন ফসলি জমির পরিমাণ। অপরিকল্পিত পুকুর খননে ফসলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন।

কৃষকরা বলছেন, ধান চাষের চেয়ে মাছ চাষের জন্য জমি লিজ দিলে বেশি লাভবান হওয়া যায়।

জানা গেছে, বিগত ১০-১১ বছরে অবৈধভাবে পুকুর খননের ফলে উপজেলার আটটি ইউনিয়নে ফসলি জমি কমেছে প্রায় ৬০০ হেক্টর। অপরিকল্পিত পুকুরে উপজেলার মাধবপুর, শ্রীকৃষ্ণপুর, বোয়ালিয়া, মঙ্গলবাড়িয়া, বাশঁবাড়িয়া, তাড়াশ পৌর এলাকা, কাউরাইল, শোলাপাড়া, সরাপপুর, বোয়ালিয়া, ভায়াট, লালুয়ামাঝিড়া, কামারশোন, জাহাঙ্গীরগাতী, খুটিগাছা, নওগাঁ, সাকইদীঘি, বিনসাড়াসহ নিচু এলাকার মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনেক জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠে দেড় শতাধিক পুকুর খনন করা হয়েছে। এতে প্রায় ৫৫০ থেকে ৬০০ হেক্টর আবাদি জমি কমে গেছে। চলতি বছরেও উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পুকুর খনন শুরু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে আবাদি জমি বার্ষিক লিজ নিয়ে পুকুর খনন করে মাছ চাষ করছেন। কৃষকেরা প্রতি বিঘা জমির ধান বিক্রি করে বছরে আয় করেন ১০ হাজার টাকার মতো। পুকুর খননের জন্য লিজ দিলে পাচ্ছেন ১৫-২০ হাজার টাকা।

স্থানীয় রবিউল করিম, জালাল উদ্দিন, মহর প্রামাণিক, জফের আলীসহ একাধিক কৃষক জানান, প্রতি বছর এলাকার শত শত বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। যত্রতত্র পুকুর খনন করায় অনেক এলাকায় আবাদি জমিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে কমছে উৎপাদন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করে তিন ফসলি কৃষি জমিগুলোকে পরিণত করা হচ্ছে পুকুরে। এতে দিন দিন আবাদি জমি কমার সঙ্গে কমছে ফসল উৎপাদনও।’

এ বিষয়ে কথা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত