Ajker Patrika

সেই চাল এতিমখানায়

ফুলপুর প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ৫৫
সেই চাল এতিমখানায়

অবশেষে ১০ টাকা কেজির সেই আড়াই হাজার কেজি চাল ফুলপুর উপজেলার পাঁচটি এতিমখানা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফুলপুর থানা প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর সিংহেশ্বর এলাকার শহিদুল ইসলামের দোকান থেকে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ ১০ কেজির আড়াই হাজার কেজি চাল জব্দ করে। পরে এ ব্যাপারে থানায় মামলা হয়। মামলায় ময়মনসিংহের ৬ নম্বর আমলি আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান এসব চাল এতিমখানায় বিতরণ করার সিদ্ধান্ত দেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই চাল ফুলপুরের পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাব উদ্দিন খান ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন। ওসি বলেন, ‘ রায় পেয়ে চাল এতিমখানায় দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত