গাজীপুর প্রতিনিধি
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডি খেলার প্রসার ও ভালো খেলোয়াড় তৈরি করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলাকে জাতীয় খেলা ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে কাবাডি খেলাকে গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে ভবন, কার্যালয় এবং হোস্টেল নির্মাণ করা হয়েছে।’
গতকাল শনিবার সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানের কাবাডি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ভালো খেলোয়াড় তৈরির জন্য কাবাডি খেলাকে বিকেএসপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাবাডির এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ আয়োজনের এ প্রতিযোগিতায় ব্রহ্মপুত্র অঞ্চলের গাজীপুর, মানিকগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার বালক ও বালিকা দল অংশ নিচ্ছে।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান, জিএমপির উপকমিশনার (অপরাধ) জাকির হাসান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডি খেলার প্রসার ও ভালো খেলোয়াড় তৈরি করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলাকে জাতীয় খেলা ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে কাবাডি খেলাকে গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে ভবন, কার্যালয় এবং হোস্টেল নির্মাণ করা হয়েছে।’
গতকাল শনিবার সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানের কাবাডি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ভালো খেলোয়াড় তৈরির জন্য কাবাডি খেলাকে বিকেএসপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাবাডির এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ আয়োজনের এ প্রতিযোগিতায় ব্রহ্মপুত্র অঞ্চলের গাজীপুর, মানিকগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার বালক ও বালিকা দল অংশ নিচ্ছে।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান, জিএমপির উপকমিশনার (অপরাধ) জাকির হাসান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪