Ajker Patrika

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪০
দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ইউপি সদস্যপদে জয়ী ও পরাজিত প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ উঠেছে, সংঘর্ষে পরাজিত প্রার্থীদের কর্মী-সমর্থকদের হামলায় জয়ী প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত বেলাল শেখ (৩৫) পাকেরদহ গ্রামের বাসিন্দা। তিনি টিউবওয়েল প্রতীকের জয়ী প্রার্থী রফিকুলের কর্মী।

আহত চারজন হলেন পাকেরদহ গ্রামের শামজাহার শেখ (৩৬), তোফাজ্জল শেখ (৬০), কাশেম শেখ (৩২), মুকুল শেখ (৩০)। তাঁরা মোরগ প্রতীকের কর্মী-সমর্থক।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার কাজলা ইউনিয়নের পাকেরদহ চরের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী রফিকুলের কর্মী-সমর্থকদের সঙ্গে পরাজিত মোরগ প্রতীকের সদস্য প্রার্থী রফিক শেখের কর্মী-সমর্থকদের মধ্যে গত মঙ্গলবার রাত ৮টার দিতে পাকেরদহ বাজারে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে শামজাহার শেখ আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অপর তিনজন গুরুতর আহত অবস্থায় জামালপুর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে রফিকুল বলেন, ‘আমার কর্মী-সমর্থক বেলাল শেখকে মঙ্গলবার রাতে রফিক শেখের লোকজন মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। তাঁকে রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৩টায় তিনি মারা যায়। তবে হাসপাতালে নিয়ে যেতে কিছুটা দেরি হয়েছিল।’

রফিক শেখ বলেন, ‘আমার কর্মী-সমর্থক শামজাহার শেখকে রফিকুলের লোকজন পাকেরদহ বাজারে চায়ের দোকানের সামনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তিনি এখন ময়মনসিংহ হাসপাতালে ভর্তি আছেন। যিনি মারা গেছেন, তিনি রাতের আঁধারে কাঁঠালগাছের সঙ্গে জোরে ধাক্কা লেগে তাঁর মাথা ফেটে যায়। হাসপাতাল নিয়ে যেতে দেরি হওয়ায় তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।’

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচনের পরদিন সন্ধ্যায় চায়ের দোকানে বেলাল শেখের সঙ্গে আরেক পক্ষের কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে বেলাল শেখ নিহত হন। বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পর বেলাল শেখের লোকজন মামলা করতে থানায় আসতে চেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত