Ajker Patrika

‘এগিয়ে আছি, সিরিজ জিতিনি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘এগিয়ে আছি, সিরিজ জিতিনি’

মেহেদী হাসান মিরাজ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে যে ব্যাটিং করেছেন, তাতেই ৫ উইকেট নেওয়া সাকিব আল হাসান পার্শ্বনায়ক হয়ে গেছেন। সেখানে ৪ উইকেট নেওয়া ইবাদত হোসেন একটু আড়ালে চলে যাবেন, সেটি অস্বাভাবিক কিছু নয়।

তবে মিরপুরের মন্থর ও ধীরগতির উইকেটে ইবাদতের বোলিংয়ের প্রশংসা করতেই হবে। তাঁর শক্তির জায়গা গতি। অতিরিক্ত গতি যে এই মাঠে খুব বেশি কার্যকর ভূমিকা রেখেছে, সেই উদাহরণ খুব বেশি নেই। তার ওপর ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিলেন ইবাদত। সিরিজ শুরুর আগে দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদ চোটে না পড়লে হয়তো বেঞ্চেই থাকতে হতো।

তবে তাসকিনের অভাব বুঝতেই দেননি ইবাদত। প্রয়োজনের সময় দলকে ‘ব্রেক থ্রু’ এনে দিয়েছেন। সাকিবের ঘূর্ণিজাদুর পরও চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন লোকেশ রাহুল। আইয়ারকে ফিরিয়ে ৪৩ রানের এই জুটি ভাঙেন ইবাদত। পরে বিপজ্জনক হয়ে ওঠা রাহুলকেও আউট করে ভারতের ২০০ পার হওয়ার আশা নিভিয়ে দেন। ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদের উইকেটও পেয়েছেন ইবাদতভারতের একটি ক্রিকেট ওয়েবসাইটের অনুষ্ঠানে ইবাদতকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় উইকেটকিপার দিনেশ কার্তিক।

প্রথম ম্যাচ জেতার পর বাংলাদেশের চোখে এখন সিরিজ জয়। এটি আত্মবিশ্বাস বাড়িয়ে দিলেও ইবাদত বলছেন, ভারতকে নিয়ে তাঁরা যথেষ্ট সতর্ক, ‘১-০ ব্যবধানে এগিয়ে আছি, এর মানে এই নয় যে সিরিজ জিতে গিয়েছি। কাল (আজ) আমাদের একটা অনুশীলন সেশন আছে। সবাই এখন আত্মবিশ্বাসী। পরের ম্যাচেও ভালো খেলার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত